এম খাইরুল ইসলাম পলাশ,নিজস্ব
প্রতিবেদক : বরিশাল খুলনা আঞ্চলিক মহসড়কের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জোমাদ্দার বাড়ী ঝুকিপূর্ন ব্রীজে দূর্ঘটনায় প্রান গেল সৈয়দ পরিবহনের হেলপার মো:.আল-আমীন ওরফে শামসু (১৫) এর। রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মাওলানা মোহাম্মদউল্লাহ এর ছেলে এবং মো:শাহজাহান গাজীর নাতী মো.আল-আমীন ওরফে শামসু (১৫) গাড়ী নিয়ে সোমবার বিকাল ৪.৩০মিনিটে বরিশাল থেকে খুলনা যাওয়ার সময় জোমাদ্দার বাড়ী ঝুকিপূর্ন ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবী ঝুকিপূর্ণ জোমাদ্দার বাড়ী ব্রীজে গাড়ীটি পার হওয়ার সময় হেলপার সাইড দেওয়ার জন্য বাসের চালককে সর্তক করতে জানালা থেকে বলার সময় ব্রীজের র্যালীংয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থালে মৃত্যু হয় হেলপারের।পুলিশ স্থানীয়দের সহযোগীতায় বাসটিকে আটক করেছে। আটকের পর চালক পালিয়ে যায়।
স্থানীয়দের দাবী জোমাদ্দার বাড়ী ও নৈকাঠি বাজারের স্টীল ব্রীজ দুটি ঝুকিপূর্ণ । মহাসড়কে ঝুকিপূর্ন ব্রীজ হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। বিষয়টি সড়ক ও জনপদ কর্মকর্তাদের জানানো সত্বেও ব্রীজটির কোন মেরামত করছেনা তারা ।
এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল আরেফিন বলেন লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হচ্ছে ও একটি অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment